Published

Monday, August 29, 2016

কিছু ইংরেজী শব্দের পূর্ণরুপঃ-

▪ SMS- Short Message Service
▪ MMS- Multimedia Message Service
▪ VIRUS- Vital Information Resources Under Seize
▪ AIDS- Acquire Immune Deficiency Syndrome
▪ CD- Compact Disc
▪ DVD- Digital Video Disc
▪ HD- High Definition
▪ LED- Light Emitting Diode
▪ LCD- Liquid Cristal Display
▪ SIM- Subscriber Identity Module
▪ PIN- Personal Identification
Number
▪ PUK- Personal Unblocking Code
▪ JSC- Junior School Certificate
▪ JDC- Junior Dakhil Certificate
▪ SSC- Secondary School Certificate
▪ HSC- Higher Secondary Certificate
▪ AM— Ante meridian
▪ PM— Post meridian
▪ BA— Bachelor of Arts
▪ BBS - Bachelor of Business Studies
▪ BSS- Bachelor of Social Science
▪ BBA-Bachelor of Business
Administration
▪ MBA- Masters of Business
Administration
▪ BCS- Bangladesh Civil Service
▪ BPSC- Bangladesh Public Service
Commission
▪ MA — Master of Arts
▪ BSc— Bachelor of Science
▪ MSc.— Master of Science
▪ B.Sc. Ag.— Bachelor of Science in Agriculture
▪ M.Sc.Ag.— Master of Science in Agriculture
▪ M.B.B.S.— Bachelor of Medicine and Bachelor of Surgery
▪ M.D.— Doctor of Medicine/
Managing director
▪ M.S.— Master of Surgery.
▪ Ph.D./ D.Phil.— Doctor of
Philosophy (Arts & Science)
▪ D.Litt./Lit.— Doctor of Literature/ Doctor of Letters
▪ D.Sc.— Doctor of Science
▪ B. Com— Bachelor of Commerce
▪ M. Com— Master of Commerce
Saturday, August 27, 2016
Semiconductors (Electronics)

Semiconductors (Electronics)

Semiconductors are crystalline or amorphous solids with distinct electrical characteristics. They are of high resistance — higher than typical resistance materials, but still of much lower resistance than insulators. Their resistance decreases as their temperature increases, which is behavior opposite to that of a metal. Finally, their conducting properties may be altered in useful ways by the deliberate, controlled introduction of impurities ("doping") into the crystal structure, which lowers its resistance but also permits the creation of semiconductor junctions between differently-doped regions of the extrinsic semiconductor crystal. The behavior of charge carriers which include electrons, ions andelectron holes at these junctions is the basis of diodes, transistors and all modern electronics.


Semiconductor devices can display a range of useful properties such as passing current more easily in one direction than the other, showing variable resistance, and sensitivity to light or heat. Because the electrical properties of a semiconductor material can be modified by doping, or by the application of electrical fields or light, devices made from semiconductors can be used for amplification, switching, and energy conversion.

The modern understanding of the properties of a semiconductor relies on quantum physics to explain the movement of charge carriers in a crystal lattice. Doping greatly increases the number of charge carriers within the crystal. When a doped semiconductor contains mostly free holes it is called "p-type", and when it contains mostly free electrons it is known as "n-type". The semiconductor materials used in electronic devices are doped under precise conditions to control the concentration and regions of p- and n-type dopants. A single semiconductor crystal can have many p- and n-type regions; the p–n junctions between these regions are responsible for the useful electronic behavior.

Although some pure elements and many compounds display semiconductor properties, silicon, germanium, and compounds of gallium are the most widely used in electronic devices. Elements near the so-called "metalloid staircase", where the metalloids are located on the periodic table, are usually used as semiconductors.

Some of the properties of semiconductor materials were observed throughout the mid 19th and first decades of the 20th century. The first practical application of semiconductors in electronics was the 1904 development of the Cat's-whisker detector, a primitive semiconductor diode widely used in early radio receivers. Developments in quantum physics in turn allowed the development of the transistor in 1947 and the integrated circuit in 1958.
Sunday, August 14, 2016
অর্ধপরিবাহীর গাঠনিক বৈশিষ্ট্য

অর্ধপরিবাহীর গাঠনিক বৈশিষ্ট্য

              অর্ধপরিবাহীর শক্তি ব্যান্ড এবং বৈদ্যুতিক প্রবাহ সম্পর্কে পড়তে এখানে ক্লিক করুন 
                   অর্ধপরিবাহী ও পিএন জাংশন এর বহুনির্বাচনী পড়তে এখানে ক্লিক করুন
অর্ধপরিবাহীর দুটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য ভূমিকায় উল্লেখ করা হয়েছে।

প্রথমত, পরিবাহী পদার্থে যেখানে তাপমাত্রা বাড়ালে পরিবাহিতা হ্রাস পায় অর্ধপরিবাহীর ক্ষেত্রে সেখানে তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে পরিবাহিতা বৃদ্ধি পায়। দ্বিতীয় সামান্য অপদ্রব্য যোগ করলে এদের পরিবাহিতা উল্লেখযোগ্য পরিমাণ বৃদ্ধি পায়। দ্বিতীয় বৈশিষ্ট্যটি ডোপায়ন নিয়ে আলোচনা করতে গিয়ে ব্যাখ্য করা হবে। এখানে অর্ধপরিবাহীর অভ্যন্তরীন গঠন ব্যাখ্যা করার মাধ্যমে প্রথম বৈশিষ্ট্যটি বিস্তারিত বলা হবে।


পরিবাহী পদার্থের সর্ববহিঃস্থ শক্তিস্তরে একটি, দুটি বা সর্বোচ্চ তিনটি ইলেকট্রন থাকে। বহিঃস্তরের এই ইলেকট্রনগুলো পরমাণু কেন্দ্রের সাথে বেশ দুর্বলভাবে সংযুক্ত থাকে। এই সর্ববহিঃস্থ তথা যোজন স্তরের ইলেকট্রনগুলো অন্য পরমাণুর অসম্পূর্ণ কক্ষপথ পূর্ণ করার জন্য নিজ পরমাণু ছেড়ে চলে যায়। এভাবে আয়নিক বন্ধনগঠিত হয়। এভাবে পরিবাহীর অভ্যন্তরের ইলেকট্রনগুলো এক পরমাণু থেকে আরেক পরমাণুতে ভ্রমণ করতে পারে। আর এ কারণেই এদের মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হয়, ইলেকট্রনের প্রবাহই তো আসলে বিদ্যুৎ। মূলত যোজন ইলেকট্রনের স্বাধীন চলাচলেই পরিবহন ঘটে। কিন্তু, অপরিবাহী পদার্থের সর্ববহিঃস্থ শক্তিস্তর ইলেকট্রন দ্বারা প্রায় পূর্ণ থাকে। উল্লেখ্য বহিঃস্থ স্তরে আটটি ইলেকট্রন থাকলে তা সুস্থিতি লাভ করে, আর অপরিবাহীতে আটটি বা এর কাছাকাছি সংখ্যক ইলেকট্রন থাকে। তাই এদের যোজন ইলেকট্রন পরিবহনে অংশ নিতে পারেনা, তারা নিজ নিজ পরমাণুতে দৃঢ়ভাবে আবদ্ধ থাকে।

অপরদিকে অর্ধপরিবাহী পদার্থ যেমন জার্মেনিয়াম বা সিলিকন পরমাণুর বাইরের কক্ষে চারটি ইলেকট্রন থাকে। আটটি পূর্ণ করতে হলে তার প্রয়োজন আরও চারটি ইলেকট্রন। তারা বাকি চারটি ইলেকট্রন অর্জন করে আশেপাশের অন্য পরমাণু থেকে। তবে পাশের পরমাণু তাদের ইলেকট্রন একেবারে দিয়ে দেয়না বরং ভাগাভাগি করে। একে অপরের চারটি করে পরমাণু ভাগাভাগি করে। ফলে দুজনেই বহিঃস্থ কক্ষে আটটি করে ইলেকট্রন পায় এবং স্থিতি অর্জন করে। এভাবে তাদের মধ্যে যে বন্ধনের সৃষ্টি হয় তাকে বলে সমযোজী বন্ধন। উল্লেখ্য কিছু পরিবাহী বা অপরিবাহীও সমযোজী বন্ধন তৈরি করতে পারে। এভাবে সমযোজী বন্ধন গঠনের মাধ্যমে জার্মেনিয়াম বা সিলিকন বিশুদ্ধ কেলাস তৈরি করে যাকে কঠিন অবস্থা পদার্থবিজ্ঞানের ভাষায় অন্তর্জাত (intrinsic) কেলাস বলা হয়। এগুলোতে কোন মুক্ত ইলেকট্রন থাকেনা তাই স্বাভাবিক অবস্থায় এরা কোন তড়িৎ পরিবহন করেনা। এ ধরণের বিশুদ্ধ কেলাসের তাপমাত্রা বাড়ালে কিছু কিছু সমযোজী বন্ধন ভেঙে যায় এবং গুটিকতক মুক্ত ইলেকট্রনের সৃষ্টি হয়। এভাবেই উচ্চ তাপমাত্রায় অর্ধপরিবাহী পদার্থ সাধারণ পরিবাহীর মত আচরণ করে।
Copyright © 2015 Current World BD NEW THEAM
Back To Top