Tuesday, October 20, 2015

বিশ্ব ঐতিহ্যের নানা স্থান (বুরখান খালদুন, মঙ্গোলিয়া)

বুরখান খালদুন মঙ্গোলিয়ার প্রদেশের পর্বতমালার একটি পর্বত। এর নিকটে চেঙ্গিস খানের জন্মস্থান; সমাধিও এর নিকটে। ১৯৯২ সালে প্রতিষ্ঠিত হয় ১২,০০০ বর্গ কিলোমিটার এলাকার খান খেনটির সুরক্ষিত এলাকা। একে চেঙ্গিস খান শক্তিশালী ল্যান্ডমার্ক তৈরির আগে এটার শক্তিশালী ধর্মীয় তাৎপর্য ছিল। বুরখান খালদুনকে প্রথম চেঙ্গিস খানের পবিত্র পর্বত হিসাবে মনোনীত হয়েছে, কারন এটি   মঙ্গোলিয়ায় সবচেয়ে পবিত্র পর্বত হিসাবে গন্য করা হয়।

Copyright © 2015 Current World BD NEW THEAM
Back To Top