Saturday, October 24, 2015

আন্তর্জাতিক নিরাপত্তা ও আন্তঃরাষ্ট্রীয় ক্ষমতা সম্পর্ক, মানঃ৪। ৩৬তম বিসিএস প্রিলিমিনারি

                 আন্তর্জাতিক বিষয়াবলি
১) দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় - ১ সেপ্টেম্বর ১৯৩৯ (এডলফ হিটলার কতৃক পোল্যান্ড আক্রমনের মাধ্যমে)
২) ওয়াটার লু যুদ্ধে পরাজিত হন - নেপোলিয়ান।
৩) আরব দেশসমূহ পাশ্চাত্যের উপর প্রথম তেল অবরোধ করে - ১৯৭৩ সালে।
৪) ইরানের ইসলাম বিপ্লবের নেতা ছিলেন - আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনী।
৫) ইংল্যান্ডের ‍শিল্প বিপ্লবের ফলে উপমহাদেশে ধ্বংস হয় - বস্ত্রশিল্পের।

৬)  ইউরোপে রেনেসা শরু হয় - চতুর্দশ শতাব্দীতে।
৭) দিয়োগো গার্সিযা সামরিক ঘাটির অবস্থান - ভারত মহাসাগরে।
৮) বাস্তল দুর্গ অবস্থিত - ফ্রান্সের প্যারিসে।
৯) যুক্তরাষ্ট্র প্রথম ইরাক আক্রমন করে - ১৯৯০ সালে।
১০) ইন্টারপোল প্রতিষ্ঠিত হয় - ১৯২৩ সালে।
১১) ‘ব্লাক ক্যাট’ কমান্ডো বাহিনী - ভারতের।
১২) FBI এর প্রতিষ্ঠাতা - মার্কিন প্রেসিডেন্ট থিওডোর রুজভেল্ট।
১৩) NATO এর পূর্ণরুপ হল - North Atlantic Organization.
১৪) ANZUS এর সদর দপ্তর অবস্থিত - ক্যানবেরায়। 
Copyright © 2015 Current World BD NEW THEAM
Back To Top