Saturday, October 24, 2015

৩১তম বিসিএস আন্তর্জাতিক বিষয়াবলি – ২০১১ ,বিগত বছরের প্রশ্ন



                                                          বিষয় কোড: ০০৭
                                                      নির্ধারিত সময়ঃ ৩ ঘন্টা
                                                         পূর্ণমানঃ ১০০
        [দ্রষ্টব্যঃ বাংলা অথবা ইংরেজি যে কোনো একটি ভাষায় উত্তর দেওয়া যাবে। প্রার্থীদিককে ১ এবং   ২ নম্বর প্রশ্নের এবং অবশিষ্ট প্রশ্নের যে কোনো চারটির উত্তর দিতে হবে। প্রত্যেক প্রশ্নের মান প্রশ্নের শেষ প্রান্তে দেখানো হয়েছে।]

     

১। যে কোন দশটি প্রশ্নের উত্তর দিন: ২x১০ = ২০
ক) বাংলাদেশ ও ভারতের মধ্যে কয়টি অভিন্ন নদী রয়েছে? যে কোনো প্রধান দুটি নদীর নাম লিখুন।
খ) জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যের সংখ্যা কত এবং বর্তমান (২০১১ সালে) কোন কোন দেশ এই পরিষদের অস্থায়ী সদস্য?
গ) নিম্নলিখিত দেশসমূহের যে কোনো দুটির রাজধানীর নাম লিখুন;
১. এঙ্গোলা ২. হাইতি ৩. ফিজি ৪. উরুগুয়ে।
ঘ) জাতিসংঘের সহস্রাব্দের লক্ষ্যমাত্রাগুলো কি কি?
ঙ) বাংলাদেশের অস্থায়ী সরকার কত তারিখে, কোথায় শপথ করেন এবং সে সরকারের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী কারা ছিলেন?
চ) ASEAN -এর সদস্য রাষ্ট্র কারা ?
ছ) ‘ডূরান্ড লাইন’ কী ? এ লাইন কোন কোন দেশের সীমানা নির্ধারণ করেছে?
জ) ‘ওয়াল স্ট্রীট’ কোথায় অবস্থিত? এটি কেন বিখ্যাত ?
ঝ) কোন দেশের আইনসভা কংগ্রেস’ নামে পরিচিত? কংগ্রেস-এর কক্ষগুলো কী কী?
ঞ) গুগল কী ? এটি কোন কাজে লাগে?
ট) ১৯৪৭ সালের নতুন স্বাধীনতাপ্রাপ্ত ভারতের রাষ্ট্রপ্রধান কে ছিলেন?
ঠ) ২০১২ সালের অলিম্পিক কোথায় অনুষ্ঠিত হয়? ২০০৮ সালের অলিম্পিক কোথায অনুষ্ঠিত হয়েছিল?

২। টীকা লিখুন (যে কোন পাঁচটি) ৪x৫ = ২০
ক) জাতিসংঘ নিরাপত্তা পরিষদ
খ) দোহা রাউন্ড বাণিজ্য আলোচনা;
গ) নরম্যান্ডির যুদ্ধ
ঘ) আরব বসন্ত;
ঙ) কিয়োটো প্রটোকল;
চ) আন্তর্জাতিক বিচার আদালত।

৩। বাংলাদেশ, মিয়ানমার ও ভারতের মধ্যে সমুদ্রসীমা নির্ধারণজনিত সমস্যার ওপর বিস্তারিত আলোচনা করুন সমস্যাটির সমাধান কিভাবে হতে পারে বরে আপনি মনে করেন? ১৫

৪। ২০১০ সালের জানুয়ারী মাসে বাংলাদেশের প্রধানমন্ত্রীর ভারত সফর শেষে ঘোষিত যেথ ইশতেহার-এর প্রধান প্রধান বৈশিষ্ট্যসমূহ উল্লেখ করুন। এরপর বাংলাদেশ-ভারত সম্পর্ককে আপনি কিভাবে মূল্যায়ন করেন? ১৫

৫। দক্ষিণ এশিয়ার বেশিরভাগ দেশেই জ্বালনি ও বিদ্যুৎ সংকট রয়েছে। এ সংকট নিরসনে আঞ্চলিক সহযোগিতার কোন ভূমিকা আছে কি? আলোচনা করুন। ১৫

৬। আরব বিশ্বের বিভিন্ন দেশে সাম্প্রতিককালে গণতন্ত্রের দাবিতে গণ-অসন্তোষ ও অভ্যত্থঅনের কারণসমূহ বর্ণনা করে বিস্তারিত লিখুন। ১৫

৭। বিশ্বাব্যপী অর্থনৈতিক মন্দার প্রকৃতি ও কারণসমূহ ব্যাখ্যা করে এর প্রতিকারের জন্য কী কী পদক্ষেপ নেওয়া সমীচীন বলে আপনি মনে করেন? ১৫

৮। অর্থনৈতিক কূটনীতি বলতে আমরা কী বুঝি? বাংলাদেশে এ প্রক্রিয়াকে শক্তিশালী ও অর্থবহ করার জন্য কী কী উদ্যোগ নেয়া প্রয়োজন বলে আপনি মনে করেন? ১৫

৯। জোট নিরপেক্ষ আন্দোলন ও কমনওয়েলথ এর কার্যক্রমের বিষয় সংক্ষিপ্ত আলোচনা করুন। বর্তমানে বিশ্ব প্রেক্ষাপটে জোট নিরপেক্ষ আন্দোলন ও কমনওয়েলথ কি যথার্থতা হারিয়ে ফেলেছে? ১৫

Copyright © 2015 Current World BD NEW THEAM
Back To Top