বাংলাদেশ জাতীয় ফুটবলের নতুন কোচ হিসেবে ১০ সেপ্টেম্বর ২০১৫ নিয়োগ দেয়া হয়েছে ফ্যাবিও লেপেজকে।প্রাথমিকভাবে এ ইতালিয়ানের চাকরি ৪ মাসের জন্য। ফ্যাবিও রোপেজ বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ২৪তম কোচ। লোপেজ জানুয়ারি ২০১৩ থেকে দায়িত্ব পালন করে আসা লােডভিক ডি ক্রয়েফ এর স্থলভিষিক্ত হলেন।