Friday, November 13, 2015

বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুুতি কিছু তথ্য (ক-ইউনিট)

১) একটি চলন্ত সাইকেল এর চাকায়----      
ক) শুধুমাত্র চলন গতিশক্তি থাকে।
খ) শুধুমাত্র ঘূর্ণন গতিশক্তি থাকে।
গ) বিভব শক্তি থাকে।
ঘ) চলন ও ঘূর্ণন উভয় থাকে।
=============
উত্তরঃ ঘ) চলন ও ঘূর্ণন উভয় থাকে।

২)  অভিকর্ষীয় বিভব শক্তি = ____
ক) mg।
খ) mg/h।
গ) mgh।
ঘ) 2mgh।
=============
উত্তরঃ গ) mgh।

৩) 550 pound ওজনের প্রতি সেকেন্ডে অভিকর্ষের বিরুদ্ধে তুলতে যে কাজ হয় তাকে বলে---
ক) 5.5 Hp।
খ) 5.5 poundal।
গ) 1 poundal।
ঘ) 1Hp।
=============
উত্তরঃ ঘ) 1Hp।

৪)  কাজের পরিমান সবচেয়ে বেশি হয় যখন বল ও সরণের মধ্যে কোণের মান হয়----
ক) 450।
খ) 900।
গ) 300।
ঘ) 0।
=============
উত্তরঃ ঘ) 0।

৫) একটি মটরের ক্ষমতা 16 W । 4 মিনিটে এর দ্বারা ক্রীত কাজ কত?
ক) 64J।
খ) 3840J।
গ) 240J।
ঘ) 960J।
=============
উত্তরঃ খ) 3840J।

৬) পরবর্তী বল দ্বারা ক্রীত কাজের সমীকরণ ---
ক) w=FS।
খ) w=∫F.ds।
গ) w= 1/2kx2-1/2ky2।
ঘ) w=1/2kx।
=============
উত্তরঃ খ) w=∫F.ds।

৭) 40m উচ্চতা থেকে একটি বস্তুকে বিনা বাধায় পড়তে দিলে কোন উচ্চতায় গতিশক্তি স্থিতিশক্তির তিন গুন হবে?
ক) 10m।
খ) 13.33m।
গ) 20m।
ঘ) 26.66m।
=============
উত্তরঃ গ) 20m।

৮)  একটি বস্তুকে স্থির অবস্থায় উচ্চ স্থান থেকে ছাড়া হয়েছে। বস্তুটি যখন 10mউচ্চতায় নেমেছে তখন তার গতিশক্তি সেই অবস্থায় স্থিতিশক্তির অর্ধেক । বস্তুটি কত উচ্চতা থেকে ছাড়া হয়েছে?
ক) 5m।
খ) 10m।
গ) 15m।
ঘ) 20m।
=============
উত্তরঃ ঘ) 20m।


৯) একটি যন্ত্র 5s এ 20J কাজ করতে পারে। যন্ত্রটির ক্ষমতা ---
ক) 4 W।
খ) 4 N/s।
গ) 4 W/s।
ঘ) 4 N/s।
=============
উত্তরঃ ক) 4 W।

১০)  ক্ষমতার একক হল----
ক) নিউটন / সেকেন্ড।
খ) নিউটন - মিটার।
গ) জুল / সেকেন্ড।
ঘ) জুল - সেকেন্ড।
=============
উত্তরঃ গ) জুল / সেকেন্ড।


১১)  0.5kg ভরের একটি বোমা ভূমি হতে 1km উঁচুতে অবস্থিত একটি বিমান থেকে ফেলে দেওয়া হল। ভুমি স্পর্শ করার পূর্বমুহূর্তে এর গতিশক্তি কত?
ক) 4400J।
খ) 4800J।
গ) 5900J।
ঘ) 4900J।
=============
উত্তরঃ ঘ) 4900J।


১২) কাজের একক--
ক) ওয়াট।
খ) জুল।
গ) কিলোওয়াট।
ঘ) মিটার।
=============
উত্তরঃ খ) জুল।


১৩)  একজন সাইকেল আরোহী সমতল রাস্তার উপর দিয়ে কত বেগে চললে 6m/s বৃষ্টির ফোঁটা তার গায়ে 450 কোণে পড়বে?
ক) 6m/s।
খ) 10m/s।
গ) 15m/s।
ঘ) 3m/s।
=============
উত্তরঃ ক) 6m/s।

১৪) 1 hp=_______ft-lb/s
ক) 500।
খ) 525।
গ) 550।
ঘ) 575।
=============
উত্তরঃ গ) 550।

১৫) 100Nবল প্রয়োগে কোন বস্তুর বলের দিকে সরণ 0.5m হলে কাজের পরিমান কত?
ক) 500J।
খ) 50J।
গ) 5J।
ঘ) 10J।
=============
উত্তরঃ গ) 5J।

১৬) দূরে সরে গেল। কাজের পরিমাণ কত?
ক) 10J।
খ) 30J।
গ) 6J।
ঘ) 15J।
=============
উত্তরঃ খ) 30J।;  গ) 6J।

১৭)  শক্তির মাত্রা  কোনটি ?
ক) [MLT-1]।
খ) [MLT-3]।
গ) [ML2T]।
ঘ) [ML2T-2]।
=============
উত্তরঃ ঘ) [ML2T-2]।

১৮) 75 kg ভরের এক লোক 30 minute এ 300 m উপরে ওঠে । তার কাজ করার হার কত?
ক) 12.5w।
খ) 122.5w।
গ) 300w।
ঘ) 245w।
=============
উত্তরঃ খ) 122.5w।


১৯) 1J গতিশক্তির কোন বস্তুর গতির বিপরীতে 1N বল প্রয়োগ করা হলে বস্তুটি কতদূর অগ্রসর হয়ে থেমে যাবে?
ক) 1 m।
খ) 10 m।
গ) 1/10 m।
ঘ) 5 m।
=============
উত্তরঃ  ক) 1 m।

২০) 10 kg ভরের একটি বস্তুর গতিশক্তি 80J হলে ভরবেগ কত?
ক) 60kgm/s।
খ) 50kgm/s।
গ) 40kgm/s।
ঘ) 30kgm/s।
=============
উত্তরঃ গ) 40kgm/s।


২১) m ভরের একটি বস্তুকে পৃথিবী পৃষ্ঠ থেকে পৃথিবীর ব্যাসার্ধ R উচ্চতায় উথালে এর বিভব শক্তি -
ক) mgR/2।
খ) 2mgR/2।
গ) mgR।
ঘ) mgR/4।
=============
উত্তরঃ গ) mgR।

২২) একটি হাল্কা ও একটি ভারী বস্তুর ভরবেগ সমান। কোনটির গতিশক্তি বেশি হবে?
ক) হাল্কা বস্তুর।
খ) ভারী বস্তুর।
গ) দুটির গতিশক্তি সমান।
ঘ) কোনটি নয়।
=============
উত্তরঃ ক) হাল্কা বস্তুর।

২৩)  5kg ভরের একটি  বস্তুকে 9.8m/s বেগে উপরের দিকে নিক্ষেপ করা হল। 1s পর এর গতিশক্তি -
ক) 0J।
খ) 1J।
গ) 2J।
ঘ) 3J।
=============
উত্তরঃ ক) 0J।


২৪)  1kg ভরের বস্তুকে 20m উচ্চতা থেকে ছেড়ে দেওয়া হলে ভূমি স্পর্শ করার পূর্ব মুহূর্তে এর গতিশক্তি কত?
ক) 167J।
খ) 196J।
গ) 178J।
ঘ) 100J।
=============
উত্তরঃ খ) 196J।


২৫)  কোন বস্তুর উপর বল প্রয়োগে সরন ঘটলে প্রযুক্ত বল ও বলের অভিমুখে সরণের উপাংশের গুণফলকে বলা হয়-
ক) ক্ষমতা।
খ)  শক্তি।
গ) কাজ।
ঘ) ভরবেগ।
=============
উত্তরঃ গ) কাজ।

Copyright © 2015 Current World BD NEW THEAM
Back To Top