
ইউরোপের প্রায দেশেই পুরুষরাও ধর্ষনের শিকার হচ্ছেন। ধর্ষিত পুরুষদের জন্য হাসপাতাল চালু করে ফেলেছে সুইডেন। সুইডেনের স্টকহোমে খোলা এ হাসফপাতালটি ধর্ষিত পুরুষদের জন্য প্রথম হাসপাতাল। পুলিশি রেপের্টে জানাচ্ছে, গত এক বছরে পুরুষদের ধর্ষিত হওয়ার ঘটনা বেড়েছে সুইডেন সহ গোটা ইউরোপেই। সুইডেনে ২০১৪ সারে ৩৭০ জন পুরুষ যৌন নির্যাতনের শিকার হয়েছিলেন। অন্যদিকে গ্রেটার ম্যানচেষ্টার এ ধরনের ঘটনার সংখ্যা দ্বিগুন বেড়েছে । ২০১৪ সালের এপ্রিল পর্যন্ত ম্যানচেস্টারে ৮৪ জন পুরুস ধর্ষিত হয়েছেন, শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন ৯৩ জন। তার আগের বছরের রিপোর্টে যা ছিল যথাক্রমে ৩৫ ও ৬৯ জন।