Friday, December 25, 2015

বিসিএস সহ সকল সরকারী চাকরির পরীক্ষায় প্রশ্ন কমন পাবেন ইনশাআল্লাহ

বিসিএস সহ সকল সরকারী চাকরির পরীক্ষায় আগামী এক বছর প্রশ্ন কমন পাবেন ইনশাআল্লাহ। প্রথমে বলে নেই এখানে গুরুত্ব পুর্ণ প্রশ্ন গুলো নিয়ে আলোচনা করা হবে, যা পরীক্ষাতে আসতে পারে এমন প্রশ্ন গুলো। এই টা আমাদের ৩য় পর্ব আরো পোষ্ট পেতে আমাদের পাশে থাকেন ।
প্রশ্নঃ ১৩ জুন ২০১৫ এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন-এর চেয়ারম্যান নির্বাচিত হন কে?উত্তরঃ ড. আতিউর রহমান

প্রশ্নঃ প্রধানমন্ত্রী রচিত বইয়ের নাম কি কি?
উত্তরঃ শেখ মুজিব আমার পিতা , সামরিকতন্ত্র বনাম গনতন্ত, আমার স্বপ্ন আমার সংগ্রাম, দারিদ্র বিমোচন কিছু ভাবনা। –
প্রশ্নঃ প্রধানমন্ত্রী কতবার সাউথ সাউথ পুরষ্কার লাভ করেন?
উত্তরঃ২ বার
প্রশ্নঃ সিংনাথ, দোহাজারী, ও ঘটঘটিয়া কোন কৃষিপণ্যের নতুন জাত?
উত্তরঃ বিটি বেগুন।
প্রশ্নঃ বর্তমানে দেশে উপজেলার সংখ্যা ?
উত্তরঃ৪৮৯টি
প্রশ্নঃ বর্তমানে দেশে পৌর সভার সংখ্যা কতটি?
উত্তরঃ৩২০টি. (সর্বশেষ ভান্ডারিয়া, পিরোজপুর)
প্রশ্নঃ বর্তমানে দেশে থানার সংখ্যা কতটি?
উত্তরঃ৬৩৭ টি.( সর্বশেষ ভাঙ্গারা , কুমিল্লা)
প্রশ্নঃ বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির হার ?
উত্তরঃ১.৩৬
প্রশ্নঃ প্রতি বর্গকিমিতে বাস করে ?
উত্তরঃ১০৩৫জন ।
প্রশ্নঃ দারিদ্রে্যর হার ?
উত্তরঃ৩১.৫% ।
প্রশ্নঃ বাংলাদেশের মাথাপিছু আয়?
উত্তরঃ১৩১৪মার্কিন ডলার ।
প্রশ্নঃ শিক্ষার হার ?
উত্তরঃ৬২.৩%।
প্রশ্নঃ জাতিসংঘে বাংলাদেশের নতুন স্থায়ী প্রতিনিধি কে?
উত্তরঃমাসুদ বিন মোমেন
প্রশ্নঃ বর্তমানে দেশে ঘোষিত স্থলবন্দর কতটি?
উত্তরঃ২২ টি.
প্রশ্নঃ ২০১৪ গণতন্ত্র সূচকে বাংলা দেশের অবস্থান কততম?
উত্তরঃ ৮৫ তম. –
নতুন বিভাগ
প্রশ্নঃ বাংলাদেশের কয়টি বিভাগ ?
উত্তরঃ ৮টি
প্রশ্নঃ দেশের অষ্টম বিভাগের নাম কি?
উত্তরঃ ময়মনসিংহ .
প্রশ্নঃ ময়মনসিংহ বিভাগ কবে সৃষ্টি হয়?
উত্তরঃ১৪ সেপ্টেম্বর ২০১৫
প্রশ্নঃ বর্তমানে সবচেয়ে ছোট বিভাগ?
উত্তরঃময়মনসিংহ .
প্রশ্নঃ বর্তমানে ঢাকা বিভাগের জেলার সংখ্যা?
উত্তরঃ১৩টি (চারটি ময়মনসিংহ চলে গেছে,আগে ছিল১৭টি) .
প্রশ্নঃ আয়তনে ঢাকা বিভাগের সবচেয়ে বড় জেলা?
উত্তরঃটাঙ্গাইল
প্রশ্নঃ ঢাকা বিভাগের সংসদীয় আসন সংখ্যা?
উত্তরঃ৭০_টি । উত্তরঃ # ২৭_জুলাই_২০১৫
এটা গুরুত্বপূর্ণ
প্রশ্নঃ সবচেয়ে বেশী চাল রপ্তানী করে ?
উত্তরঃথাইল্যান্ড।
প্রশ্নঃ খনিজ তেলের প্রধান শীর্ষ রপ্তানী কারক?
উত্তরঃসৌদি আরব।
প্রশ্নঃ তেল রিজার্ভে শীর্ষ দেশ?
উত্তরঃভেনিজুয়েলা।
প্রশ্নঃ তেল আমদানিতে শীর্ষ দেশ ?
উত্তরঃ যুক্তরাষ্ট্র।
প্রশ্নঃ তেল ব্যবহারে শীর্ষ দেশ?
উত্তরঃ যুক্তরাষ্ট্র।
প্রশ্নঃ তেল উত্পাদনে শীর্ষ দেশ ?
উত্তরঃ রাশিয়া।
প্রশ্নঃ পৃথিবীর সর্বোচ্চ চিনি রপ্তানীকারক দেশ?
উত্তরঃকিউবা।
প্রশ্নঃ চিনির আধার বলা হয়?
উত্তরঃকিউবাকে।
প্রশ্নঃ পৃথিবীর প্রধান অভ্র রপ্তানীকারক দেশ?
উত্তরঃভারত।
প্রশ্নঃ বিশ্বের সবচেয়ে বেশী গম উৎপন্ন হয়?
উত্তরঃচীনে।
প্রশ্নঃ বিশ্বের সবচেয়ে বেশী চা উৎপন্ন হয় ?
উত্তরঃভারতে
প্রশ্নঃ বিশ্বের প্রধান তামা উৎপাদনকারী দেশ?
উত্তরঃযুক্তরাষ্ট্র।
প্রশ্নঃ সবচেয়ে বেশী কফি উত্পন্ন হয়?
উত্তরঃব্রাজিলে।
প্রশ্নঃ পৃথিবীর প্রায় সমুদয় চা উৎপন্ন হয়?
উত্তরঃএশিয়া মহাদেশে।
প্রশ্নঃ পৃথিবীর বৃহত্তম হীরক খনি অবস্থিত?
উত্তরঃকিম্বার্লি, দক্ষিণ আফ্রিকা।
প্রশ্নঃ পৃথিবীর সবচেয়ে বেশী পাট উৎপন্ন হয়?
উত্তরঃভারতে।
প্রশ্নঃ লৌহ উৎপাদনে পৃথিবীর প্রধান দেশ?
উত্তরঃচীন।
প্রশ্নঃ সবচেয়ে বেশি সোনা উত্পন্ন হয়?
উত্তরঃ চীন ।
প্রশ্নঃ New Development Bank (NDB)কোন সম্মেলনের মাধ্যমে প্রতিষ্ঠিত হয় ?
উত্তরঃব্রিকসের ৫ম শীর্ষ সম্মেলন ফোর্তলেজা (ব্রাজিল) ,১৫জুলাই ২০১৪। সদর দপ্তর>চীনের সাংহাই। যা World bank ও IMF প্রতিদ্বন্দ্বী মনে করা হচ্ছে। –
প্রশ্নঃ চীনের বিশ্বব্যাংক হল?
উত্তরঃAsian Infrastructure Investment Bank (AIIB) সদর দপ্তর>চীনের বেইজিং।
বাংলাদেশে জনতাত্ত্বিক সমীক্ষা(বাংলায় ) ও অর্থনৈতিক সমীক্ষা-২০১৫(ইংরেজিতে) এর তথ্য
প্রশ্নঃ বাংলাদেশে মোট জনসংখ্যা কত?
উত্তরঃ ১৫.৪৭কোটি(15.79)। পুরুষ: নারী= ১০২.৬:১০০।(104.9:100)
প্রশ্নঃ জনসংখ্যা বৃদ্ধির হার কত?
উত্তরঃ১.৩৭%(1.36%)।
প্রশ্নঃ জনসংখ্যার ঘনত্ব (প্রতি বর্গ কিমি) কত?
উত্তরঃ১০৪৯জন(1035)।
প্রশ্নঃ দারিদ্র্যের হার কত?
উত্তরঃ২৪%(31.5%)।
প্রশ্নঃ গড় আয়ু কত?
উত্তরঃ ৭০.৪বছর(70.7)।
প্রশ্নঃ সাক্ষরতার হার কত?
উত্তরঃ(৭বছর+) ৫৭.২%(62.3%)।(১৫বছর+)>>৬১%।
প্রশ্নঃ বিবাহের গড় বয়স কত?
উত্তরঃ ছেলে>২৪.৩%(25) মেয়ে>১৮.৪(19)বছর।
প্রশ্নঃ জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহারের হার কত?
উত্তরঃ৬২.৪%(62.2%)। ৯।স্থূল জন্মহার >(প্রতি হাজারে):১৯জন(18.9)।
প্রশ্নঃ স্থূল মৃত্যুহার কত?
উত্তরঃ(প্রতি হাজারে):৫.৩জন(5.3)।
প্রশ্নঃ সাধারণ প্রজনন হার(১৫-৪৯বছর) কত?
উত্তরঃ প্রতি হাজারে ৭১জন ।
প্রশ্নঃ নারী প্রতি উর্বরতা হার (১৫-৪৯বছর) কত?
উত্তরঃ ২.১১%(2.12)।
প্রশ্নঃ মাতৃ মৃত্যুহার (প্রতি হাজারে জীবিত জন্মে) কত?
উত্তরঃ১.৯৭জন।
প্রশ্নঃ শিশু মৃত্যুহার (প্রতি হাজারে জীবিত জন্মে) কত?
উত্তরঃ৩১জন(33)।
প্রশ্নঃ প্রতিবন্ধী হার (প্রতি হাজারে) কত?
উত্তরঃ ৯.৭জন।
প্রশ্নঃ এইডস /এইচআইভি সংক্রমণের সব পদ্ধতি সম্পর্কেজানে কত?
উত্তরঃমাত্র ১৯%নারী ।
প্রশ্নঃ বিদ্যু ব্যবহারকারী কত?
উত্তরঃ৬৬.৯%।
প্রশ্নঃ সৌরবিদ্যু ব্যবহারকারী কত?
উত্তরঃ০.৮%।
প্রশ্নঃ স্যানীটারী পায়খানা ব্যবহার কারী কত?
উত্তরঃ ৬৩.৩%(63.8%)।
প্রশ্নঃ ধর্মভিত্তিক জনসংখ্যা জন সংখ্যার হার কত?
উত্তরঃ মুসলিম> ৮৯.১%। হিন্দু>১০%।খ্রিস্টান ও অন্যান্য> ০.৯%।
প্রশ্নঃ বিশুদ্ধ পানি ব্যবহারকারী কত?
উত্তরঃ৯৭.৫%(98.3%)।
প্রশ্নঃ সবচেয়ে বেশি শিক্ষার হার ?
উত্তরঃবরিশাল বিভাগে ।
প্রশ্নঃ সবচেয়ে কম শিক্ষার হার?
উত্তরঃ সিলেট বিভাগে।
প্রশ্নঃ বর্তমানে মাথাপিছু আয়ের শীর্ষ দেশ?
উত্তরঃ নরওয়ে ।
প্রশ্নঃ বর্তমানে মাথাপিছু আয়ের সর্বনিম্ন দেশ?
উত্তরঃমালাবি
প্রশ্নঃ বর্তমানে জাতীয় আয়ের শীর্ষ দেশ?
উত্তরঃযুক্তরাষ্ট্র
প্রশ্নঃ বর্তমানে জাতীয় আয়ের সর্বনিম্ন দেশ?
উত্তরঃ ট্যুভালু।
তথ্য সূত্র> বিশ্ব ব্যাংক ১জুলাই,২০১৫।
। বর্তমানে বাংলাদেশের অবস্থানঃ
প্রশ্নঃ পাট রপ্তানিতে ?
উত্তরঃ ১ম ।
প্রশ্নঃ পাট উৎপাদনে ?
উত্তরঃ২য় । (১ম ভারত)
প্রশ্নঃ মোবাইল ব্যাংকিং এ?
উত্তরঃদ্বিতীয় (১ম কেনিয়া)
প্রশ্নঃ জনসংখ্যার দিক থেকে দক্ষিণ এশিয়ায়–?
উত্তরঃতৃতীয়
প্রশ্নঃ সার্কভুক্ত দেশগুলোর মধ্যে বৈশ্বিকশান্তিসূচকে?
উত্তরঃ৩য়
প্রশ্নঃ ধান উত্পাদনে?
উত্তরঃচতুর্থ। (১ম চীন)
প্রশ্নঃ আয়তনে সার্ক দেশগুলোর মধ্যে?
উত্তরঃ চতুর্থ। (১ম ভারত)
প্রশ্নঃ জনসংখ্যার দিক থেকে মুসলিম বিশ্বে?
উত্তরঃ চতুর্থ(১ম ইন্দোনেশিয়া)
প্রশ্নঃ দরিদ্র মানুষের সংখ্যায় বিশ্বে ?
উত্তরঃ চতুর্থ।(১ম ভারত)
প্রশ্নঃ চা উৎপাদনে ?
উত্তরঃচতুর্থ। (১ম চীন)
প্রশ্নঃ মাছ উৎপাদনে বিশ্বে?
উত্তরঃ চতুর্থ।
জনসংখ্যার দিক থেকে এশিয়ার ?
উত্তরঃ পঞ্চম
প্রশ্নঃ আলু উৎপাদনে?
উত্তরঃ৮ম।
প্রশ্নঃ জনসংখ্যার দিক থেকে বিশ্বে?
উত্তরঃ ৮ম।
প্রশ্নঃ ভঙ্গুর রাষ্ট্রের তালিকায় ?
উত্তরঃ ৩২ তম
প্রশ্নঃ বিশ্বে ক্ষুধাপীড়িত দেশের মধ্যে?
উত্তরঃ ৫৭তম
প্রশ্নঃ বিশ্ব ইন্টারনেট সূচকে ?
উত্তরঃ ৬৩তম
প্রশ্নঃ বৈশ্বিক শান্তিসূচকে?
উত্তরঃ ৮৪তম
প্রশ্নঃ বৈশ্বিক সক্ষমতা সূচকে ?
উত্তরঃ১০7তম
প্রশ্নঃ ই-গভর্নমেন্ট উন্নয়ন সূচকে ?
উত্তরঃ ১৪৮তম
Copyright © 2015 Current World BD NEW THEAM
Back To Top