Wednesday, October 21, 2015

(বাংলাদেশের সংবিধান) মান:৩- ৩৬তম বিসিএস প্রিলিমিনারি

বাংলাদেশের সংবিধান মান=৩

 ১) সংবিধান অনুযায়ী রাষ্ট্র পরিচালনার মূলনীতি- ৪ টি।

২) ১৯(৩) অনুচ্ছেদ অনুযায়ী- জাতীয় জীবনের সর্বস্তরে মহিলাদের অংশগ্রহন ও সুয়োগের সমতা রাষ্ট্র নিশ্চিত করবে।
 ৩) গনপরিষদের প্রথম স্পিকার ছিলেন-  শাহ আবদুল হামিদ।
৪) অর্থবিল সম্পর্কে বিস্তারিত উল্লেখ আছে- ৮১(১-৩) অনুচ্ছেদে।
৫) সংবিধানে মোট ভাগ রয়েছে- ১১ টি।
৬) সংবিধানে প্রস্থাবনা রয়েছে- ১টি।
৭) এ পর্যন্ত সংবিধান সংশোধন হয়েছে- ১৬ বার।
৮) সংবিধান দিবস পালিত হয়- ৪নভেম্বর।
৯) বাংলাদেশে বিচার বিভাগ নির্বাহী বিভাগ থেকে পৃথক করা হয়- ১ নভেম্বর ২০০৭। 
Copyright © 2015 Current World BD NEW THEAM
Back To Top