Wednesday, October 21, 2015

ব্যাংক নিয়োগ টিপস (MCQ Model)

১) বাংলা এবং মৈথিলী ভাষার সমন্বয়ে যে ভাষার সৃষ্টি হয়েছে তার নাম কি?
উঃ ব্রজবুলি।
২) ‘তেজারত’ শব্দটি কোন দেশি?
উঃ আরবি।
৩) নিচের কোনটি াঘোষ ধ্বনি?
উঃ ক।
৪) এক কথায প্রকাশ করুন : ‘সম্মুখে অগ্রসর হয়ে অভ্যর্থনা’।
উঃ প্রত্যুদগমন।
৫)রাজা রামমোহন রায়প্রনীত বাংলা ব্রাকরনের নাম কি?
উঃ গৌড়ীয় ব্যাকরন।
৬) ‘উদ্ভট উটের পিঠে চলেছে স্বদেশ’ এর রচয়িতা কে?
উঃ শামসুর রাহমান।
৭) ‘শর্বরী’ শব্দের অর্থ কি?
উঃ রাত্রি।
৮)মধুসূদন দত্তের ‘মেঘনাদ বধ’ প্রকৃতপক্ষে কোন রসের কাব্য?
উঃ বীর রস।
৯) ‘ড়’ ও ‘ঢ়’ ধ্বনিগুলোকে বরা হয়-
উঃ তাড়নজাত ধ্বনি।
১০) শব্দ মধ্যস্থ দুটি ভিন্ন ধ্বনি একে অপরের প্রভাবে অল্প বিস্তার সমতা লাভ করাকে কি বলে?
উঃ সমীভবন।
Copyright © 2015 Current World BD NEW THEAM
Back To Top