Sunday, December 20, 2015

অনলাইনে এবার রাবির ভর্তি কার্যক্রম

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০১৩-১৪ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে বিভিন্ন বিভাগে ভর্তির জন্য মনোনীত শিক্ষার্থীদের অনলাইনে ভর্তি ফরমপূরণ করতে হবে। এছাড়াও বিভাগ ও হলের ফি জমা দেয়ার জন্য সংশ্লিষ্ট অনুষদে যোগাযোগ করতে হবে।

শুক্রবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের ভারপাপ্ত রেজিস্ট্রার এন্তাজুল হক এ তথ্য জানান।

, ভর্তির জন্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট(http://admission.ru.ac.bd) থেকে নির্দিষ্ট সময়ের মধ্যে ফরম পূরণ করতে হবে। ভর্তি ফরম পূরণের পর নির্ধারিত ফি বাবদ প্রয়োজনীয় অর্থ যেকোনো তফসিলভুক্ত বাণিজ্যিক ব্যাংক থেকে টাকা জমার পে-অর্ডার সঙ্গে আনতে হবে।

তিনি বলেন, কলা, আইন, বিজনেস স্টাডিজ এবং সমাজবিজ্ঞান অনুষদের জন্য ২ হাজার ৯১০ টাকা। বিজ্ঞান, জীব ও ভূ-বিজ্ঞান, কৃষি এবং প্রকৌশল অনুষদের জন্য ৩ হাজার ৩৪ টাকা ফি লাগবে। এছাড়াও বিভাগ এবং হলের ফি বাবদ প্রয়োজনীয় অর্থের পরিমাণ জানতে সংশ্লিষ্ট অনুষদে যোগাযোগ করতে হবে।

অনুষদগুলোর ফোন নম্বর, কলা অনুষদ- ০৭২১৭১১১৪৪, আইন অনুষদ- ০৭২১৭১১১৪৩, বিজনেস স্টাডিজ অনুষদ- ০৭২১৭১১১২৯, সামাজিক বিজ্ঞান অনুষদ- ০৭২১৭১১১৩০, বিজ্ঞান অনুষদ- ০৭২১৭১১১১৫, জীব ও ভূ-বিজ্ঞান অনুষদ- ০৭২১৭১১১৫৭, কৃষি অনুষদ- ০৭২১৭১১১৪২, প্রকৌশল অনুষদ- ০৭২১৭১১১২৫।

শিক্ষার্থীদের যা আনতে হবে: ভর্তির সময় অফিস চলাকালীন সময়ে শিক্ষার্থীদের এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান পরীক্ষার মূল সার্টিফিকেট, এসএস সি/সমমান ও এইচ এস সি/সমমান (যদি থাকে) পরীক্ষার মূল মার্কস শিট, এইচ এস সি/সমমান পরীক্ষার মূল রেজিস্টেশন কার্ড। এছাড়াও ব্যাংকের পে-অর্ডার, সদ্যতোলা পার্সপোর্ট সাইজের দুই কপি রঙিন ছবি এবং পরীক্ষার হল পরিদর্শক কর্তৃক স্বাক্ষরিত এইচএসসি/সমমান পরীক্ষার রেজিস্টেশন কার্ডের কপি অনুষদের ডিন অফিসে জমা দিতে হবে। ডিন অফিসে ভর্তি সংক্রান্ত কার্যক্রম শেষ হলে পরবর্তী নির্দেশনা সংশ্লিষ্ট ডিন অফিস থেকে দেয়া হবে।
Copyright © 2015 Current World BD NEW THEAM
Back To Top