টোকিও শেয়ার বাজারে শেয়ারের মূল্যে ওঠা-নামা

নিক্কেই সূচক সকালের দিকে কিছুটা হ্রাস পায় কিন্তু দুপুরের কিছু আগে ব্যাংক অব জাপানের মুদ্রাসহজীকরণ নীতিতে আরও সহায়তা করার সিদ্ধান্তের কথা ঘোষণা করার পর থেকে ক্রয়াদেশ জমা পড়তে শুরু করে।
২২৫টি বাছাইকৃত শেয়ারের গড়সূচক নিক্কেই কিছু সময়ের জন্য ৫০০ পয়েন্ট বেশি বৃদ্ধি পায় কিন্তু এরপরই বাজারে বিক্রয়াদেশ জমা পড়তে শুরু করে।
গতকালের লেনদেনের সমাপ্তি পয়েন্ট থেকে ৩৬৬ পয়েন্ট বা প্রায় ২ শতাংশ হ্রাস পেয়ে আজ দিন শেষে সূচক দাঁড়ায় ১৮৯৮৬ পয়েন্টে।