Sunday, December 20, 2015

টোকিও শেয়ার বাজারে শেয়ারের মূল্যে ওঠা-নামা

আজ টোকিও শেয়ার বাজারে ২২৫টি বাছাইকৃত শেয়ারের গড়মূল্যসূচক বা নিক্কেই গড় ৮৮০ পয়েন্টের চাইতেও বেশি ওঠা-নামা করেছে।
নিক্কেই সূচক সকালের দিকে কিছুটা হ্রাস পায় কিন্তু দুপুরের কিছু আগে ব্যাংক অব জাপানের মুদ্রাসহজীকরণ নীতিতে আরও সহায়তা করার সিদ্ধান্তের কথা ঘোষণা করার পর থেকে ক্রয়াদেশ জমা পড়তে শুরু করে।

২২৫টি বাছাইকৃত শেয়ারের গড়সূচক নিক্কেই কিছু সময়ের জন্য ৫০০ পয়েন্ট বেশি বৃদ্ধি পায় কিন্তু এরপরই বাজারে বিক্রয়াদেশ জমা পড়তে শুরু করে।

গতকালের লেনদেনের সমাপ্তি পয়েন্ট থেকে ৩৬৬ পয়েন্ট বা প্রায় ২ শতাংশ হ্রাস পেয়ে আজ দিন শেষে সূচক দাঁড়ায় ১৮৯৮৬ পয়েন্টে।

Copyright © 2015 Current World BD NEW THEAM
Back To Top